৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১১:৪৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশ কনস্টেবলের স্ত্রী ইরা আক্তার (২২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৪ নভেম্বর) রাতে উপজেলার শেখরনগর ইউনিয়নের সিংগার ডাক গ্রামে গৃহবধূর বাবার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের মা জানান, ইরা আক্তার (২৪) এর সাথে চিত্রকোট সিংগার ডাক এলাকার আ. মান্নান এর ছেলে পুলিশ কনস্টেবল হোসেন এর সাথে এক বৎসর তিন মাস আগে বিয়ে হয়। গতকাল সন্ধ্যায় ইরা দরজা বন্ধ করে শাড়ি কাপড় দিয়ে বাবার বসত ঘরের টিনের চালের কাঠের বাতার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমি জানালা দিয়ে দেখি আমার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তখন চিৎকারে লোকজন এসে দরজা ভেঙে তাকে নামিয়ে খাটের উপর শুইয়ে রাখে।

পুলিশ জানায়, ইরা আক্তার শেখরনগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। তার স্বামী হোসেন আলী শিল্প পুলিশের আশুলিয়া থানায় কর্মরত রয়েছেন। ইরা বাবার বাড়িতেই থাকতেন।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাছির উদ্দীন শেখ বলেন, রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!