মুন্সিগঞ্জ, ৪ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-দোহার সড়কে পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর টাকা ও মালামাল লুটে জড়িতের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুটকৃত ৭ লাখ টাকা ও মোটরসাইকেল উদ্ধার হয়।
সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
গত ২৩ অক্টোবর বিকালে ঢাকার তাঁতি বাজারের স্বর্ণ ব্যবসায়ী রামপ্রসাদ হালদার স্বর্ণ বিক্রির নগদ ৪৭ লাখ টাকা ও ৩ ভরি অবিক্রিত স্বর্ণ নিয়ে ঢাকা-দোহার সড়কের মরিচা কাউন্টারের সামনে এলে ডাকাতির স্বীকার হন।
পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে ৫-৬ জনের সংঘবদ্ধ ওই দলটি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীকে মারধর করে এ ঘটনা ঘটান।
পরে ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজদিখান থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রোববার ৭ জনকে গ্রেপ্তার করে ডিবি ও থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার।
গ্রেপ্তারকৃতরা হলেন, রনি (৪৮), সিরাজুল ইসলাম জাবেদ (৪২), শামিম (৪২), সায়মন (৩২), মমিন (৪২), সুজন (৩০), সমির হোসেন (৪২)।
সোমবার বিকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।