মুন্সিগঞ্জ, ১৮ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ লক্ষ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ৪ কোটি ২৯ লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. আনিচুর রহমান বলেন, অবৈধ কারেন্ট জাল, মাদক ও অস্ত্র উদ্ধার ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এস আই (নিঃ) ইব্রাহীম শেখ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর (সুতারপাড়া) এলাকার ইকরাম হোসেন তূর্য (২৬) এর বসত বাড়ী থেকে ২০ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য ১৪ লক্ষ ৩০ হাজার মিটার ।
অভিযানের টের পেয়ে ঘটনায় জড়িত পঞ্চসার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকরাম হোসেন তূর্য দৌড়ে পালিয়ে যায়। পলাতক আসামী ইকরাম হোসেন তূর্য বিনোদপুর এলাকার মৃত ইকবাল হোসেন বেপারীর ছেলে। বসত বাড়ীতে অবৈধ মনোফিলামেন্ট কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অপরাধে পলাতক আসামী ইকরাম হোসেন তূর্য এর বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে।