মুন্সিগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মান্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বর্ণা (১৫) মান্দ্রা গ্রামের স্বপন মেম্বারের মেয়ে। তার শারীরিক বৈশিষ্ট্য ছোট বেলা থেকেই ব্যতিক্রমী ছিলো বলে পরিবার জানায়।
পরিবার সূত্রে আরও জানা যায়, জন্মের পর থেকেই স্বর্ণা (১৫) ব্যতিক্রমী শারীরিক বৈশিষ্ট্য নিয়ে বড় হয়েছে। এজন্য তার মা সবসময় তাকে নজরে নজরে রাখতো। কিন্তু গতকাল দুপুরে খাবার খাওয়ার পরে মায়ের নজর এরিয়ে পানিতে ডুবে মারা যায় সে। বিকেলে বাড়ির পাশের পুকুরে ভেসে উঠে তার লাশ।
নিহত স্বর্ণার চাচা মোহন খান জানান, স্বর্ণা জন্মগতভাবেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ওর এক ভাই ছিল, নারিকেল পাড়তে গিয়ে ৭/৮ বছর আগে গাছ হতে পরে মারা যায়। স্বর্ণার ভাই মারা যাওয়ার কয়েক মাস পর হৃদরোগে মারা যায় বাবা স্বপন খান। এরপর থেকে তার মা স্বর্ণাকে দেখাশুনা করে আসছিল। কিন্তু আজ হঠাৎ করে পানিতে ডুবে সেও মারা গেলো।
টঙ্গিবাড়ী থানার এসআই জাহিদ হাসান জানান, পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ সুরতহাল করে স্বজনদের কাছে বুঝিয়ে দিয়ে এসেছি।