মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের রামপালে পাওনা টাকা চাইতে গিয়ে বেধড়ক মারতরে অসুস্থ হয়ে মারা গেছেন আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) নামের এক মুদি দোকানদার।
পরিবারের অভিযোগ, পাওনা টাকা চাইতে বাসায় গেলে লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে ওই ব্যবসায়ীকে গুরুতর আহত করেন স্থানীয় সনেট হালদার ও মোশারফ হালদারসহ আরও কয়েকজন।
রোববার বিকালে ইউনিয়নের পূর্ব দেওসার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টুনু ঢালী একই এলাকার মৃত জয়নাল ঢালীর ছেলে ও স্থানীয় ধলাগাও বাজারের মুূদি দোকানদার।
নিহতের পরিবার জানায়, ধলাগাঁও বাজারের মুদি দোকানদার টুনু ঢালীর দোকান থেকে বাকিতে মালামাল নিতেন প্রতিবেশী মোশারফ হালদার। দীর্ঘদিন আগে ৭ হাজার টাকা বাকি রাখেন তিনি।রোববার বিকাল ৩টার দিকে পাওনা টাকার জন্য টুনু ঢালী মোশারফের বাড়ীতে গিয়ে তাগাদা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ, তার ভাতিজা সনেট হালদারসহ অন্যরা ব্যবসায়ী টুনু ঢালীকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে গুরুতর আহত করেন। সেখান থেকে কোনমতে টুনু ঢালী নিজ বাড়ীতে ফিরে এসে মাথায় পানি ঢালার পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
খবর জেনে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।
নিহতের ছেলে আবদুল কাদের ঢালী বলেন, ‘সনেট, মোশারফসহ ৩/৪ জন মিলে আমার বৃদ্ধ বাবাকে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে হত্যা করেছে। তাদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, ‘ব্যাপক মারধরের পর হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধ মারা যান। এ ঘটনায় পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’