২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:০৫
মুন্সিগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড়রায় পাড়া গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ঐ গ্রামের বাসিন্দা কিশোর ইসমাইলকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর আনুমানিক আড়াইটার সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বাংলাদেশ জার্নালকে জানান, রোববার দুপুর আনুমানিক আড়াইটার সময় বড়রায় পাড়া পশ্চিম মহল্লায় একটি ঝোপের আড়ালে নিয়ে ইসমাইল শিশুটিকে ধর্ষণ করে। স্থানীয়রা শিশুটির চিৎকার শুনে এগিয়ে গেলে ইসমাইল পালিয়ে যায়।

পরে বিকেলে গজারিয়া থানার এস আই মোস্তাফিজুর রহমান অভিযান চালানোর সময় স্থানীয়রা রায়পাড়া খেয়াঘাট এলাকা থেকে অভিযুক্ত ধর্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শারিরীক পরীক্ষার জন্য শিশুটিকে মুন্সিগঞ্জ জেনারেল পাঠানো হবে বলে জানান ওসি।

error: দুঃখিত!