মুন্সিগঞ্জ, ৫ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে পরকীয়ার অভিযোগ এনে এক মাদ্রাসা শিক্ষককে আটকে তার চুল কর্তন ও কামড়ে কান ছিড়ে দিয়েছে দুবৃত্তরা। বর্তমানে গুরুতর আহত ওই শিক্ষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাদ্রাসা শিক্ষক শরিফুল ইসলাম (২৫) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাশিনাথপুর এলাকার হাজী আ. ছাত্তারের ছেলে। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষক শরিফুল এক শিশুকে (৬) প্রাইভেট পড়াতেন। সেই সুবাদে তার মায়ের সাথে সম্পর্ক গড়ে উঠে তার। আজ সকালে শিশুসহ তার মা বাড়ৈখালি এলাকায় মায়ের বাড়িতে আসেন। খবর পেয়ে দুপুর ২টার দিকে দেখা করতে আসেন মাদ্রাসা শিক্ষক শরিফুল ইসলাম।
এসময় স্থানীয়রা পরকীয়ার অভিযোগ এনে এক সন্তানের জননী ওই নারী ও মাদ্রাসা শিক্ষক শরিফুলকে ঘরের ভেতর আবদ্ধ করে রাখেন। একপর্যায়ে গৃহবধূর শশুড়কে খবর দেয়া হলে বিকাল ৫টার দিকে তিনি লোকজন নিয়ে ছুটে আসেন। এসময় উপস্থিত ব্যক্তিরা মাদ্রাসাশিক্ষকের চুল কেটে দেন এবং একজন ডান কান কামড়ে ছিড়ে ফেলেন।
পরে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত শরিফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিল আহম্মেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। আহত ব্যক্তি থানায় অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।