৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৫৯
মুন্সিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নুর নবী এসছে, নুর নিয়ে এসেছে, সেই নুরেতে সারা জাহান আলোকিত হয়েছে, আসসলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জে সকলকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানানো হয়েছে।

আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।

সোমবার সকাল ৯ টার দিকে দা’ওয়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে পশ্চিম দেওভোগ থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি পুরাতন কাচারি হয়ে সুপার মার্কেট হয়ে সদর হাসপাতাল গুরে একই স্থানে এসে শেষ হয়। পরে মাদরাসাতুল মদিনায় আলোচনা সভা ও মিলাদ ও দোয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মঈন উদ্দিন আল কাদেরী, সহ-সভাপতি আব্দুল মতিন সরদার, সহ-সভাপতি আরিফুজ্জামান দিদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক আত্তারী, অর্থ সম্পাদক মুহাম্মদ ইউনূস ভূইয়া আত্তারী, মাওলানা মহিউদ্দীন কাদেরী, হাফেজ ইউসুফ, দাওয়াতে ইসলামীর জিম্মাদার মুহাম্মদ মিজানুর রহমান আত্তারী প্রমূখ।

error: দুঃখিত!