১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১২:৪৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ভাইবোনদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রোববার বেলা সোয়া একটার দিকে উপজেলার কলমা ইউনিয়নের ভরাকর এলাকায় পদ্মা নদীতে ডুবে ওই শিক্ষার্থী মারা যায়।

ওই স্কুলশিক্ষার্থীর নাম সামিয়া আক্তার (১১)। সে উপজেলার কলমা ইউনিয়নের ভরাকর এলাকার কর্নেল ব্যাপারীর মেয়ে। সামিয়া ধাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

ওই স্কুলছাত্রীর মামাতো ভাই আরাফাত মুন্না জানান, ‘সামাজিক একটি অনুষ্ঠানের জন্য সামিয়াদের বাড়িতে আমরা বেড়াতে গিয়েছিলাম। আজ দুপুরের আগে ১৫-১৬ জন মামাতো-ফুপাতো ভাইবোন পদ্মা নদীতে গোসল করতে যাই। নদীর পাশে চরে আমরা ছেলেরা ফুটবল খেলছিলাম। সামিয়া আমাদের অন্য বোনদের সঙ্গে পানিতে নেমে গোসল করছিল। কিছুক্ষণ পরে কয়েকজন এসে জানায় সামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিক আমরা বাড়িতে খোঁজ করি। বাড়িতে না থাকায় পরবর্তী সময়ে আমরা নদীতে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর সামিয়াকে অজ্ঞান অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরাফাত মুন্না আরও বলেন, ‘বাড়িভর্তি মানুষ। সবাই একসঙ্গে কত আনন্দ করছিলাম। আনন্দের সঙ্গে গোসল করতে গিয়ে কান্না নিয়ে ফিরতে হলো।’

error: দুঃখিত!