আরাফাত রায়হান সাকিবঃ মুন্সিগঞ্জের লৌহজং সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার বয়স আনুমানিক ৪৫ বছর।
সোমবার সকালে উপজেলার মাওয়া পুরাতন ফেরী ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাওয়া নৌ-ফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘লাশটি পদ্মায় ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশের পিঠের দিকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া পায়ে ইট বাধা ছিল। ধারণা করা হচ্ছে, হত্যা করে লাশটি নদীতে ফেলে দেয়া হয়েছে।’
ওসি আরও জানান, ‘ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’ লৌহজং থানার এসআই বায়েজিদ বলেন, ‘এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’