মুন্সিগঞ্জ, ২৭মে, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে নিখোঁজের তিন দিন পর শাহাবুদ্দিন (২২) নামের এক অটো রিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৭ মে) দুপুর উপজেলার কুরমিরা এলাকার একটি নির্জন জমি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহাবুদ্দিন উপজেলার চাষীরি গ্রামের আবুল শেখের পুত্র। এর আগে গত ২৪ই মে রবিবার থেকে অটো সহ নিখোঁজ ছিলো সে।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে করমিরা হাশেম হালদারের ছাড়া ভিটা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিলো। গত ২৪তারিখ রবিবার বেলা ১১টা পর্যন্ত স্থানীয়রা তাকে অটো রিক্সা চালাতে দেখেছে। এরপরই অটো সহ নিখোঁজ হয় সে।
নিহতের মৃত্যুর কারণ জানা যায়নি তবে পূর্বশত্রুতা অথবা অটো ছিনতাই চক্র তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হয়েছে। তার অটোরিক্সাটি উদ্ধার করা যায়নি।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।