১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ ডিসেম্বর, ২০২২, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলে লালচান তাতী (৩৬)।

৩ দিন পর গতকাল শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে বানারী গ্রাম সংলগ্ন পদ্মানদীতে জাল ফেলে তার ব্যবহৃত নৌকা শনাক্ত করে নৌকায় রশি লাগিয়ে টান দিলে লালচানের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে।

এর আগে বুধবার রাতে পদ্মা নদীতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন লালচান তাতী।

বৃহস্পতিবার সকাল থেকে নৌ-পুলিশ ও স্থানীয় জেলেরা লালচানের সন্ধানে তল্লাশি চালালেও তার কোনো খোজ মেলেনি।

নিহত লালচান টংগিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের মধ্য হাসাইলের মৃত শহিদ তাতীর ছেলে। পদ্মা নদীতে দীর্ঘদিন ধরে মাছ ধরতেন তিনি।

চর আব্দুল্লাহ নৌ-পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর হাসনাত জানান, হাসাইল সংলগ্ন পদ্মানদী থেকে লালচান নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সে নদীতে মাছ ধরতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ ছিলো। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: দুঃখিত!