মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে নিখোঁজের ২ দিন পর মিশুক চালকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ২ দিন পর মিশুক চালক আনোয়ারুল ইসলাম (৪২) এর লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা।
আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার কাকালদী পাওয়ার হাউজ সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আনোয়ারুল মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় বসবাস করতো। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
পুলিশ সুত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে খালে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাড়ে ১২ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে সে নিখোঁজ ছিলো। সে রাতেই পরিত্যাক্ত অবস্থায় সিরাজদিখানের কাকালদী এলাকা থেকে মিশুক গাড়ি ও তার মোবাইল সেটটি উদ্ধার করেছিলো পুলিশ।