মুন্সিগঞ্জ, ১৬ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪। বাংলাদেশের ৫৪ তম বিজয় দিবস। এদিন সূর্যোদয়ের সাথে সাথেই মুন্সিগঞ্জে শুরু হয় নানা আয়োজন।
মুন্সিগঞ্জ পৌরসভার সামনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সূচনা হয় দিনব্যাপী অনুষ্ঠানের। সকাল ৭টার দিকে কাচারিতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন- জেলা পুলিশসহ সর্বস্তরের জনতা।
সাড়ে সাতটার দিকে জেলা সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন হয়।সেখানে শুরুতেই কোরআন তেলাওয়াত ও গিতা পাঠ করা হয়। পরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।
এসময় প্যারেড অনুষ্ঠানে জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসি সদস্যরা উপস্থিত হন।উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারাও।
সাড়ে ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের মেলা শুরু হয়। মেলায় ১৪টি স্টলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা মেলে। ১১ টায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান হয় জেলা শিল্পকলা একাডেমিতে, সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয় নাটক ‘৩৬ জুলাই’।
এছাড়াও দিনব্যাপী জেলার বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় মহান বিজয় দিবস।