মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারগাঁও এলাকায় সড়কে নসিমনগাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে চাপা দিলে শাহাদাত (৪৫) নামের এক পথচারী নিহত ও মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শাহাদাত দক্ষিণ কামারগাঁও এলাকার মৃত এবাদত খানের পুত্র। সে বুদ্ধিপ্রতিবন্ধি ছিলো। শাহাদাত সড়কের পাশে প্রতিদিন বসে থেকে বা কখনও ঘুরে ভিক্ষাবৃত্তি করতো।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার (এসআই) মোঃ আব্দুল কাদির শাহ্ ঘটনাস্থল থেকে জানান, উপজেলার শ্রীনগরগামী মোটরসাইকেল ও ঢাকা দোহারগামী নসিমন গাড়ি সড়কের শ্রীনগরের কামারগাঁও এলাকায় আসলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়েগেলে নসিমনের চাপায় এসময় রাস্তার পাশে বসে থাকা বুদ্ধিপ্রতিবন্ধী শাহাদত ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেলের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।