১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৩৯
মুন্সিগঞ্জে নদী থেকে লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে নদীতে ভাসমান অবস্থায় শাহ আলম ফরাজি (৫৫) নামের এক বৃক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ ।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সকালে শহরের উত্তর ইসলামপুর ফরাজিবাড়ী ঘাট এলাকার কালীদাস সাগর নদীতে নির্মিত কাঠের পুলের নিচে ওই বৃক্তির মরদেহটি ভাসতে দেখা যায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ভোরে স্থানীয়রা হাটতে বের হলে কাঠের পুলের নিচে মরদেহটি ভাসতে দেখে। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

উদ্ধারকৃত মরদেহ শাহ আলম ফরাজি শহরের উত্তর ইসলামপুরের ফরাজিবাড়ী ঘাটের মৃত জাবেদ আলী ফরাজির ছেলে।

মরদেহ শাহ আলম ফরাজির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গবার রাত ১১ টার দিকে গোসল করার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন তিনি। পরে আর বাড়ী ফেরেননি।

আজ বুধবার তার মরদেহ পাওয়া গেলো। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমান জানান, ফরাজিবাড়ী ঘাট এলাকার কালীদাস সাগর নদীতে স্থানীয় বাসিন্দা শাহ আলম ফরাজি নামের এক বৃক্তির মরহেদ ভাসছে স্থানীয়দের মধ্যমে এমন খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে কি কারনে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও তিনি জানান।

error: দুঃখিত!