২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:০৪
মুন্সিগঞ্জে নদীর তীর থেকে নিখোঁজ রংমিস্ত্রির লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ ফেব্রুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের ধলেশ্বরী নদীর তীর থেকে মঙ্গলবার দুপুরে দুলাল মোল্লা (৪০) নামে এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের পাঁচ দিন পর দুপুর ১ টার দিকে শহরের মোল্লারচর এলাকার নদীর তীরের কচুরীপানার ভেতর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুলাল মোল্লারচর এলাকার মৃত মাঈনউদ্দিন মোল্লার ছেলে।

মুন্সিগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, স্থানীয় লোকজন নদীর তীরে মরদেহ দেখতে পেয়ে খবর দিলে দুপুর ১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

গত ২৯ জানুয়ারী রাত ১০ টার দিকে চাচাত ভাই শাকিল মোল্লার মোবাইল ফোনের কল পেয়ে নিজ বাড়ি থেকে বের হন রংমিস্ত্রি দুলাল। এরপর থেকে আর বাড়ি ফিরেনি সে।

এ ঘটনায় ৩১ জানুয়ারী নিখোঁজের স্ত্রী কাকলী বেগম সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এদিকে, নিখোঁজের পরপরই রংমিস্ত্রির চাচাত ভাই শাকিলকে একাধিকবার হাতের নাগালে পেয়েও আটক বা গ্রেফতার করেনি পুলিশ-এমন অভিযোগ করেছে নিহতের পরিবার।

এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসী দাবী করেছেন, শাকিল একজন মাদকাসক্ত। শাকিলই মোবাইল ফোনে কল করে রংমিস্ত্রি দুলালকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল।

error: দুঃখিত!