মুন্সিগঞ্জ, ৩ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার কাজিপুরা ফেরিঘাট এলাকায় কালো গেঞ্জি ও কালো টাউজার পরিহিত ওই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নদী তীরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে গজারিয়া নৌ পুলিশের সদস্যরা দুপুরে সেটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে বলে জানান গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে।