১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নিখোঁজ আ. লীগ নেতার ম.রদে.হ মিলেছে পুকুরে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজাহান শেখের (৫৫) মরদেহ মিলেছে বাড়ির পাশের পুকুরে।

গতকাল বৃহস্পতিবার বিকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন তিনি।

আজ শুক্রবার সকাল ১১ টার দিকে বাড়ির অদূরে কাঠালবাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

শাহজাহান শেখের স্ত্রী শিমা বেগম বলেন, ‘আমার স্বামী নেশাগ্রস্ত ছিলেন। সে বিভিন্ন সময় নেশা করে এখানে-সেখানে পরে থাকতেন। মরদেহ উদ্ধারের পর তার মুখে দেশীয় মদের অস্তিত্ব পাওয়া গেছে। এ বিষয়ে আমার কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই।’

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মুন্সি বলেন, ‘মরদেহ উদ্ধারের পর পরিবারের অভিযোগ না থাকায় হস্তান্তর করা হয়েছে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।’

error: দুঃখিত!