মুন্সিগঞ্জ, ৪ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুুন্সিগঞ্জে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী (১৭) ধর্ষণের পর গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
পরিবারের দাবি, মিথ্যা জন্মদিনের দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে মদ খাইয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত প্রেমিক ফয়েজ (২৪)। এতে গুরুতর অসুস্থ হয়ে মারা যান ভুক্তভোগী কিশোরী।
দাবি অনুযায়ী, ধর্ষণের ঘটনাটি ঘটে গত ৩১ ডিসেম্বর। সেদিন ভুক্তভোগীকে মুন্সিগঞ্জ শহরের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় নিয়ে যান অভিযুক্ত যুবক। সেখানে একসাথে রাত্রিযাপনের পর জানুয়ারির ১ তারিখ দুপুরে এক বান্ধবী অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে বাড়িতে দিয়ে যান।
২ জানুয়ারি ভুক্তভোগীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবার। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে নেয়ার পথেই মারা যান ভুক্তভোগী।
আজ শনিবার বিকাল ৪টার দিকে ওই কিশোরী বেঁচে আছেন বলে অভিযুক্ত প্রেমিক ফয়েজকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে কৌশলে ডেকে আনে পরিবার। এসময় ধর্ষণের অভিযোগ অস্বীকার করে ফয়েজ বলেন, ‘ঘটনার দিন রাত ৮টার পর সে আমার থেকে চলে যায়। এরপর কোথায় গেছে আমার জানা নেই।’
তবে ফয়েজের দাবি প্রত্যাখ্যান করে তাকে তুলে থানায় নিয়ে যায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মৃত কিশোরীর মায়ের অভিযোগ, মেয়েকে মদ খাইয়ে ধর্ষণ করা হয়েছে। তাকে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় বান্ধবীরা বাড়িতে নিয়ে আসে। ওই ছাত্রীর মায়ের দাবি, তার মেয়েকে মদের সাথে অন্য কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, আত্মীয় স্বজন মিলে ফয়েজ নামে একজনকে ধরে থানায় নিয়ে আসছে। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, ঘটনাস্থল যেহেতু নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন, তাই আটক যুবককে মামলা দায়ের সাপেক্ষে সেখানে হস্তান্তর করা হতে পারে।