মুন্সিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরের দোকানের ভিতর থেকে এক সবজি বিক্রেতার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ধাইসার এলাকায় স্থানীয়রা দূর্গন্ধ পেয়ে থানায় খবর দিলে পুলিশ দোকানে ঢুকে সবজি বিক্রেতা রফিকুল আলম ভুলুর (৫৫) মরদেহ উদ্ধার করে।
ভুলু উপজেলার মুশুরীপাড়া গ্রামের মৃত পবন মাঝির ছেলে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ভুলু ধাইশার এলাকার লাভলু হাসানের কাছ থেকে তিন মাস আগে দুই শাটারের দোকানটি ভাড়া নিয়ে সেখানে সবজি বিক্রি করতেন এবং সে ওই দোকানের ভেতরেই থাকতেন।
স্থানীয়রা জানান, গত ৪-৫ দিন ধরে দোকানটির একটি শাটার ভিতর থেকে লাগানো ও আরেকটি শাটার বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।
মঙ্গলবার সকালে দোকান ঘর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দিলে তারা এসে তালা ভেঙে দোকানের ভেতরে ঢুকে ফ্লোরে পরে থাকা ভুলুর মরদেহ উদ্ধার করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।