মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে থানা এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন জানান, আজ বুধবার (৩ নভেম্বর) দুপুর ১ টায় সিরাজদিখান থানার বাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। একপর্যায়ে তারা থানার ভেতরে চলে আসে। পুলিশ তাদের নিবৃত্ত করে। এ ঘটনায় এক পক্ষের ২ জন আহত হয়। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের জহির ও বালুচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামের বরকত গ্রুপের সাথে জমি সংক্রান্ত বিরোধে চলে আসছিলো। আজ সকালে দু’গ্রুপের লোকজন সিরাজদিখান বাজারে আসলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওসি জানান, এ ঘটনায় আহতরা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।