মুন্সিগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
গত ৫ আগস্ট সরকার পতনের পর মুন্সিগঞ্জ সদর থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে সরকারি ২টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের আংটি, ১টি গ্যাস সেল, ১টি ট্রলি ব্যাগ ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আজ সোমবার ভোর রাত ৪টার দিকে সদর উপজেলা ও টংগিবাড়ী থেকে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আজ আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় যারাই জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
গ্রেপ্তারকৃতরা হলেন- টংগিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে হাসান তালুকদার ওরফে মুনতাসিন ওরফে জীবন (১৮), সদর থানার দরগাহ বাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে সিয়াম মোল্লা (১৮) ও একই গ্রামের মাইনউদ্দিন হাওলাদারের ছেলে মো. ইকরাম হাসান মুন্না (১৯)।
জানা যায়, মুন্সিগঞ্জ সদর থানা, জেলা পুলিশ সুপার কার্যালয়, সদর পুলিশ ফাঁড়ি ও হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সদর থানায় ৪ টি ও একই অভিযোগে টংগিবাড়ী থানায় আরেকটি মামলা দায়ের হয়। এই ৫ মামলায় এজাহারনামীয় কোন আসামি না থাকলেও অসংখ্য অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ রয়েছে। মামলাগুলোর বাদী হয়েছে পুলিশ।