২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:৫৫
মুন্সিগঞ্জে থানা থেকে আসামি ছিনতাই: ‘কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তি’ চায় উপজেলা বিএনপি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে উপজেলা বিএনপি।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদ শুনে শ্রীনগর উপজেলা বিএনপি সংক্ষুব্ধ ও মর্মাহত।’

সেখানে বলা হয়- ‘শ্রীনগর উপজেলা বিএনপি দ্ব্যার্থহীনভাবে জানাচ্ছে যে, এর সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে লালিত ও বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় পরিচালিত একটি সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ দল শ্রীনগর উপজেলা বিএনপি। এখানে কোন ব্যক্তিই দলীয় পরিচয়ে কোন অপরাধ বা অবকর্ম করিলে তার দায়ভার শ্রীনগর উপজেলা বিএনপি বহন করিবে না।’

আরও বলা হয়- ‘গত জুলাই-আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ইতিহাসের জঘন্যতম স্বৈরশাসকের পতনের পর যখন থানাসহ সকল প্রশাসনিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল তখন শ্রীনগর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে শ্রীনগরের আইন- শৃঙ্খলা পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন।’

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘উদ্ভুত ঘটনার সাথে যারাই জড়িত তাদের কঠিন ও দৃষ্টান্তমুক শাস্তির ব্যবস্থার শ্রীনগর উপজেলা বিএনপি আহবান জানাচ্ছে। অনাকাঙ্খিত এই ঘটনাটি সম্পূর্ণ আসামির ব্যক্তিগত এবং যারা থানায় গিয়েছে তারাও তাদের ব্যক্তিগত পরিচয়ে গিয়েছেন। আরও উল্লেখ্য যে, এবিষয়ে শ্রীনগর উপজেলা বিএনপি তদন্তপূর্বক দোষীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। পাশাপাশি এ বিষয়ে গৃহীত সকল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণকে আমরা সাধুবাদ জানাই। শ্রীনগর উপজেলা বিএনপি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সংগঠনের স্বার্থে সময় সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

error: দুঃখিত!