২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:১৫
মুন্সিগঞ্জে থানায় তদবির করতে গিয়ে পুলিশের হাতে আটক ‘সেনাবাহিনীর মেজর’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী থানায় ঢুকে নিজেকে ‘সেনাবাহিনীর মেজর রায়হান’ পরিচয় দিয়ে তদবিরের চেষ্টাকালে মোস্তফা হোসেন (৪১) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত মোস্তফা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত শাহজাহান মিয়ার পুত্র।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সেফালি আক্তার বৃষ্টি নামের এক নারীকে নিয়ে থানায় প্রবেশ করে আদালতে চলমান একটি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য তার সাথে থাকা ওয়াকিটকি প্রদর্শন করে সাব ইন্সপেক্টর আ. রহিম মোল্লাকে হুমকি দেন।

পরে মেজর রায়হান পরিচয়দানকারী ওই ব্যক্তির কথা বার্তা সন্দেহজনক লাগলে থানার ওসির জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। একপর্যায়ে বাধ্য হয়ে ওই ব্যক্তি নিজের প্রকৃত নাম ঠিকানা প্রকাশ করেন।

পরবর্তীতে পুলিশ বিষয়টি মুন্সিগঞ্জে অবস্থিত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পকে জানালে সেনা ক্যাম্পে কর্মরত সিনিয়র ওয়ারেন্ট অফিসার তৌহিদুল ইসলাম থানায় এসে মোস্তফাকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ক্লার্ক বলে সনাক্ত করেন।

টংগিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ওই ব্যক্তিকে আটকের পর তার কাছে থাকা ওয়াকিটকি সেট, অবসর সার্টিফিকেট বই ও ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!