২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:৫১
মুন্সিগঞ্জে তেলের পাম্পের ট্যাংকিতে পড়ে আছে শিশুর মরদেহ, ৩ ঘন্টা ধরে অভিযান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৫ ডিসেম্বর, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়ায় পরিত্যক্ত ফিলিং স্টেশনের ট্যাংকিতে পড়ে আছে অজ্ঞাত এক শিশুর মরদেহ।

রোববার রাত ৯টার দিকে খবর পেয়ে অজ্ঞাত ওই মরদেট উদ্ধারে ২ ঘন্টা ধরে চেষ্টা চালালেও রাত সাড়ে ১১ টা পর্যন্ত উদ্ধার হয়নি সেটি।

ঘটনাস্থলে থাকা আমার বিক্রমপুরের প্রতিনিধি জানিয়েছেন, এখনো উদ্ধার কার্যক্রম চলছে। উপস্থিত আছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটসহ পুলিশ সদস্যরা।

এদিকে, উদ্ধারে অভিযান পরিচালনার সময় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মী মো. রাসেল (২২) দগ্ধসহ আহত হয়েছেন ৪ জন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

আহত অপর ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকা কবির।

এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

error: দুঃখিত!