মুন্সিগঞ্জ, ৯ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলা, শহর এলাকাসহ জেলার সকল উপজেলাগুলোতে সেনা টহল বাড়ানো হয়েছে। উপজেলাভিত্তিক পৃথক পৃথক টিম গঠন করে মাঠে রয়েছে সেনাসদস্যরা। দিন ও রাতে তারা টহল জোরদার করেছে।
এর পাশাপাশি আজ শুক্রবার রাত ৮ টার পর থেকে সকল এলাকায় জনসাধারণকে ঐক্যবদ্ধ থেকে যে কোন অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধের আহবান জানিয়েছে তারা।
মুন্সিগঞ্জের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন এ আহবান জানান।
তিনি বলেন, ‘মুন্সিগঞ্জ জেলায় বিশেষ নজরদারিসহ গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পেলে সেনা সদস্যরা মুহুর্তেই ছুটে যাচ্ছেন। বেশ কয়েকটি জায়গায় সেনা সদস্যরা যাওয়ার পরে দুবৃত্তরা পালিয়ে গেছে। আইন অমান্যকারীদের ছাড় দেয়া হবে না। তাদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করা হবে।’