মুন্সিগঞ্জ, ২৯ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় দুই কিশোর গ্যাং গ্রুপের দ্বন্দে তিন খুনের ঘটনায় গ্রেপ্তার ছয় আসামির মধ্যে পাঁচজনকে পাঁচদিনের ও একজনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল রোববার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ আমলি আদালত ১ এর বিচারক অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কাজি কামরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
পাঁচ দিনের রিমান্ডপ্রাপ্তরা হলেন, হোসেন (৫২),জাহাঙ্গীর হোসেন (৫০), রনি (৩২), ইমরান হোসেন (২০), রাহুল প্রধান (২২)। আর তিন দিনের রিমান্ডপ্রাপ্ত হলেন- নাসরিন বেগম (৪০)।
এ ব্যাপারে কোর্ট পুলিশের ইনচার্জ জামালউদ্দিন জানান, তিনজনকে হত্যার ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ ২৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার ছয় আসামিকে ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। ওই মামলায় রবিবার শুনানি শেষে আদালত গ্রেপ্তার ছয় আসামির মধ্যে পাঁচ আসামিকে পাঁচ দিন করে এবং অপর এক মহিলা আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
প্রসঙ্গত, মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে গত বুধবার (২৪মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার সালিশে ইমন ও সৌরভ নামে দুটি কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষ হয়। এতে সৌরভ গ্রুপের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ইমন হোসেন (২২) ও হাসপাতালে নেওয়ার পথে সাকিব হোসেন (১৯) নামে তরুণের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে পরদিন বৃহস্পতিবার (২৫ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় আওলাদ হোসেন মিন্টু (৪৭) নামে আরেকজনের মৃত্যু হয়।