২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:৪১
মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি মুখােমুখি সংঘর্ষে নিহত ২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ট্রাক-সিএনজি মুখােমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪ সিএনজি যাত্রী।

আজ রোববার (৪ এপ্রিল) সকাল ৮ টা’র দিকে ঢাকা-নবাবগঞ্জ সড়কের তুলশী খালী ব্রিজের টোলে এ ঘটনা ঘটে। নিহত দুজনের একজন সিএনজি চালক নিহত উজ্জল কেরানীগঞ্জ উপজেলার মােঘারচর গ্রামের ফকিরচানের ছেলে বলে নিশ্চিত হওয়া গেলেও অপরজনের নাম-পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ট্রাক-সিএনজি মুখােমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২। ছবি: সংগৃহীত।

 

শেখরনগর ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের মুখােমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যায় এবং আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন যাত্রী মারা যায়। আহতরা সবাই মিটফোর্ড হাসপাতাল আছে। ঘাতক ট্রাককে আটক করা সম্ভব হয়নি।

error: দুঃখিত!