৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:১৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ট্রাকের চাপায় দুই ব্যবসায়ীর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ জানুয়ারি, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় দুই হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।

তারা হলেন, ইসমাইল হোসেন এবং আবুল কালাম মোল্লা। আহত হয়েছে বেলাল নামে আরও একজন।

আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে গজারিয়া উপজেলার জামালদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে এবং আবুল কালাম একই এলাকার মুসলিম মোল্লার ছেলে। আহত বেলাল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ্‍ উদ্দিন জানান, ভোর আনুমানিক পাঁচটার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি ট্রাক জামালদী বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা তিন যাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় অন্যজন। খবর পেয়ে তারা ট্রাকটি আটক করার চেষ্টা করেও পারেননি।

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

নিহত দুজনের লাশ পুলিশি হেফাজতে রয়েছে। আহত অপরজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা সবাই হোটেল ব্যবসায়ী। ভোরে হোটেলের মালামাল কিনতে ঢাকা যাত্রাবাড়ী যাচ্ছিলেন তারা।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!