১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:৪০
মুন্সিগঞ্জে ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে একজন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বাড়ির সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে গফুর (২৮) নামের ঐ নির্মান শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর শ্রমিককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার চর সন্তোষপুর এলাকায় করিম সরদারের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত গফুর একই উপজেলার চর সৈয়দপুর এলাকার শিকিম আলীর পুত্র। এ ঘটনায় আরেক শ্রমিক মোঃ বসিরকে (৫১) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিস ডা. প্রনয় মান্না দাস জানান, মোঃ গফুরকে মৃত্য অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অপর শ্রমিককে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছ। ট্যাঙ্কের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

error: দুঃখিত!