৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:০০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে জাহাজে হামলা; শ্রমিকদের মারধর ও পেট্টোল বোমা নিক্ষেপের অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনার চরমুক্তারপুর এলাকায় দুবৃর্ত্তরা এনডিই রেডিমিক্স কংক্রিট লিমিটেডের ১৩ টি লাইটার জাহাজ আটক করে জাহাজের ক্যাপ্টেন ও স্টাফদের মারধর করার ঘটনা ঘটেছে। এ সময় দুবৃর্ত্তরা জাহাজে পেট্টোল বোমা ছুড়ে মারে।

গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জ সদরের চরমুক্তারপুর এলাকার এনডিই রেডিমিক্স কংক্রিট লাইটার জাহাজ এ ঘটনা ঘটায় একদল দুবৃর্ত্ত।

এ ঘটনায় শনিবার দুপুরে এনডিই রেডিমিক্স কংক্রিট লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর (অব.) মোজাম্মেল হোসেন মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জাহাজের শ্রমিকরা জানান, চট্রগ্রামের বর্হিনোঙর থেকে লাইটার জাহাজে করে পাথর নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসার পথে মুন্সিগঞ্জের চরমুক্তারপুর এলাকার ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় শুক্রবার দিবাগত আড়াইটার দিকে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ কার্গো ভেসেল ওনারস এসোসিয়েশনের ৫০-৬০ জনের একদল শ্রমিক সশন্ত্র অবস্থায় ৭-৮টি ট্রলারে করে জাহাজের গতিরোধ করে জোরপূর্বক নদীতে নোঙর করে। এ সময় জাহাজের ক্যাপ্টেন ও স্টাফদের মারধর করে। জাহাজ বন্ধ রাখার হুমকি দেয়।

এনডিই রেডিমিক্স কংক্রিট লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর (অব.) মোজাম্মেল হোসেন জানান, এনডিই রেডিমিক্স জাতীয় পর্যায়ের একটি উন্নয়ন প্রকৌশল সংস্থা। এর নিজস্ব ৩৬টি লাইটার জাহাজ রয়েছে। এসব জাহাজ প্রতিষ্ঠানের নিজস্ব মালামাল গভীর সমুদ্রে থাকা মাদার ভেসেল থেকে পরিবহণ করে থাকে। বিদেশ থেকে আমাদের নিজস্ব খরচে আমরা পাথর আমদানি করে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি বিভিন্ন প্রকল্পের কাজ করে থাকি। আমাদের ৯ টি নিজস্ব কারখানা আছে। আমরা চট্রগ্রাম থেকে পাথর নিয়ে ভোলা হয়ে রূপগঞ্জের মেইন ইয়ার্ডে পাথর আপলোড করে থাকি। কিন্তু একটি চক্র আমাদের দেশের উন্নয়ন কাজে বাঁধাগ্রস্ত করছে। শুক্রবার দিবাগত গভীররাতে চরমুক্তারপুরে আমাদের জাহাজগুলো আটক করে জাহাজের ক্যাপ্টেন ও স্টাফদের মারধর করে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। জাহাজ শ্রমিকদের হুমকি এবং মারধর করে পেট্টোল বোমা ছুড়ে। জাহাজে নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকায় তাৎক্ষনিক তা নিভিয়ে ফেলা হয়।

এ ব্যাপারে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানান, তাদের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই। জাহাজ পণ্য পরিবহনের একটা নীতিমালা আছে, কিন্তু তারা তা মানেননা। অন্যকে দোষারূপ করে নিজেরা নীতিমালা মানছেন না।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই নুরুল ইসলাম বলেন, জাহাজ শ্রমিকদের সব ধরণের নিরাপত্তা দেয়া হবে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!