মুন্সিগঞ্জ, ৭ ডিসেম্বর, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জাল টাকা সহ পুলিশ পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আমিনুর রহমান সুমন (৩০) নামের ওই ব্যক্তিকে ১৩ টি ৫০০ টাকার জাল নোটসহ আটক করে লৌহজং থানা পুলিশ।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে লৌহজং উপজেলার মালির অংক বাজার থেকে তাকে আটক করা হয়। সে পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের বশির শেখের ছেলে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন জানান, রোববার দুপুরে উপজেলার মালির অংক বাজারে চাল ক্রয় করতে আসেন সুমন। এ সময় চাল কিনে দোকানদারকে টাকা দিলে টাকাগুলো জাল মনে করে বাক বিন্ডতায় জড়ান সুমনের সাথে দোকানদার। পরে সুমন একপর্যায়ে নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর বলে পরিচয় দেয়।
এ সময় দোকানদার লৌহজং থানা পুলিশকে ঘটনাটি জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।