মুন্সিগঞ্জ, ২০ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় বসত বাড়ির তিন তলায় জানালার গ্রীল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সর্বমোট ৩৫ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে তিন তলার জানালার গ্রিল ভেঙে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরে ঢুকে পড়ে। এসময় তারা ঘরে থাকা আলমগীর হোসেনের রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার হাত পা বেঁধে ফেলে। পরে ঘরের অন্যদের জিম্মি করে ঘরে থাকা নগদ চার লক্ষ টাকা, ২২ ভরি স্বর্ণ ও বেশ কয়েকটি মোবাইল নিয়ে যায়। ঘটনার সময় ডাকাত দলের সদস্যরা মুখোশ পরা ছিলো। এসময় তাদের হাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছিলো।
আরও অভিযোগ করা হয়, ৮-১০ জন ১৮ থেকে ২০ বছর বয়সী কিশোর অস্ত্রের মুখে এ ঘটনা ঘটান।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।