১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:০৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে জাটকা ইলিশসহ ট্রলার জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীর কাটপট্রি গুদারাঘাট এলাকা অভিযান চালিয়ে ১৪৫ মন (৫ হাজার ৮ শত কেজি) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ সমস্ত জাটকার মূল্য ১৭ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানায় নৌ পুলিশ।

গতকাল শনিবার (৩ এপ্রিল) দুপুরে জব্দকৃত মাছগুলো স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীবদের মাঝে বিলিয়ে দেয়া হয়।

এর আগে সকাল ৬ টার দিকে অভিযান চালিয়ে একটি ইঞ্জিণ চালিত ট্রলার থেকে জাটকাগুলো জব্দ করা হয়। তবে এ সময় মাছের সাথে কাউকে পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ কবির হোসেন জানান, অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় জটকাগুলো উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাছগুলোর মূল্য ১৭ লক্ষ ৪০ হাজার এবং জব্দকৃত ট্রলারের মূল্য ৩ লক্ষ টাকা হবে।

পরে জব্দকৃত মাছগুলো মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও
স্থানীয় গরীবদের মাঝে বিলি করা হয়।

error: দুঃখিত!