মুন্সিগঞ্জ, ১৫ এপ্রিল, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে প্রায় ১০০ মণ জাটকা ইলিশ ও দুটি ট্রাকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) ভোর ৪টার দিকে শিমুলিয়া ফেরিঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন লৌহজং উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার।
তিনি বলেন, মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সিরাজুল কবিরের নেতৃত্বে নৌপুলিশের একটি দল এই অভিযান চালায়। এ সময় দুটি ট্রাকভর্তি প্রায় ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে জাটকা পরিবহনের অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে জানিয়ে তিনি বলেন, আর জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসায় ও গরিবদের বিলিয়ে দেওয়া হয়েছে।
ট্রাক দুটির একটি শরীয়তপুর আর অপরটি বরিশাল থেকে ঢাকার কাওরান বাজার যাচ্ছিল বলে জানিয়েছেন মাওয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক সিরাজুল কবির।