মুন্সিগঞ্জ, ১৩ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মুন্সিগঞ্জেও গত ১০ নভেম্বর থেকে চলছে এইচপিভি টিকাদান কর্মসূচি।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১০-১৪ বছর বয়সী ঋতুস্রাব শুরু হয়নি এমন কুমারী নারীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই টিকা নিতে পারবেন।
জেলা সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম জানান, জেলায় এবার ১৯ হাজার নারীকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০-১৪ বছর বয়সী নারীরা টিকা নিতে পারছেন। এর বাইরে যারা টিকা নিতে আগ্রহী তারা চাইলে জেলা সিভিল সার্জন কার্যালয় বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে পারবেন।
এছাড়া ওয়ার্ড পর্যায়ে যেসকল টিকাদান কেন্দ্র রয়েছে সেখান থেকেও দেয়া যাবে এইচপিভি টিকা।
জানা যায়, বিশ্বব্যাপী নারীদের ক্যানসারে আক্রান্ত ও মৃত্যু হারের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে জরায়ুমুখ ক্যানসার এবং বাংলাদেশে এর স্থান দ্বিতীয়। জরায়ুমুখ ক্যানসার ৩৫ থেকে ৫৫ বছর বয়সী নারীদের মধ্যে বেশি দেখা যায়। বিশ্বব্যাপী জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু হারের ৯০ শতাংশই ঘটে বাংলাদেশের মত উন্নয়নশীল, মধ্যম আয় এবং অনুন্নত দেশগুলোতে।