১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:৪২
মুন্সিগঞ্জে ছেলের হাতে বাবা খুন!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধের জেড়ে ছেলের হাতে বাবা খুন হয়েছে।

আজ বুধবার সকাল ৯ টায় উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের কালিপুর গ্রামে ৭০ বছর বয়সী ওহাব সরকার তার নিজ জমিতে গেলে তার ছেলে লিয়াকত সরকারের (৫০) লাঠির আঘাতে ঘটনাস্থলেই ওহাব সরকার মারা যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

তার ৪ মেয়ে ও লিয়াকত সরকার একমাত্র ছেলে।

চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল জানান, ছেলে লিয়াকতকে সম্পত্তি লিখে না দেওয়ার কারণে, সকালে ওহাব সরকার তার নিজ জমিতে গেলে, তার ছেলের লাঠির আঘাতে খুন হয়। এ সময় লিয়াকত সরকারের ছেলে শরিফ সরকার (২০) ও স্ত্রী আমেনা বেগম (৪২) সাথে ছিল।

এ ব্যাপারে শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, ছেলে বাবাকে পিটিয়ে হত্যা করেছে না কি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে জমিজমা নিয়ে বাবা-ছেলের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ছেলে পালিয়েছে।

error: দুঃখিত!