মুন্সিগঞ্জ, ৯ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া এলাকায় সড়কের পাশ থেকে মো. অনিক (২৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বুকে গুরুতর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
নিহত অটোরিকশা চালক অনিক পঞ্চসার ইউনিয়নের জিয়সতলা এলাকার মো. সেলিমের পুত্র।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মুক্তারপুর-টংগিবাড়ী সড়কের আটপাড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে হত্যার পর অনিকের অটোরিকশা ছিনতাই করেছে দুবৃত্তরা। অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’