২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:২৬
মুন্সিগঞ্জে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভবনের ছাদ থেকে পড়ে আসিফ মুন্সী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সে উপজেলার খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

সে উপজেলার মোল্লাকান্দি গ্রামের জামাল মুন্সীর ছেলে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফ ও বালুরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, অষ্টম শ্রেণির ছাত্র আসিফ বিদ্যালয়ের হাজিরা খাতায় অনুপস্থিত ছিল। সকাল ১০টার দিকে কয়েক বন্ধুর সঙ্গে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একতলা ভবনের ছাদে গেলে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

error: দুঃখিত!