মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য কলেজ শিক্ষার্থী অমিত হাসানকে (১৯) ছুরিকাঘাতের ঘটনায় অন্যতম অভিযুক্ত মো. রহমান ওরফে সাদেক (২৬) কে দুপুরে ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় ১০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত শিক্ষার্থীর বড় ভাই জাহিদুল ইসলাম অনিক।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান অভিযোগ প্রাপ্তি ও আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি অন্য অভিযুক্তদের আটকের আশ্বাস দিয়েছেন।
থানায় দায়েরকৃত এজাহারে বলা হয়, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় প্রতিপক্ষ ভেবে অমিতকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন ওই এলাকার রকিব, মো. রহমান ওরফে সাদেক, আমিনুল, নিঝুম, কাশেম, রনি, সানি, শাকিল, সবুজ ও সুমন। এতে তার পিঠের নিচে কিডনির পাশে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
আহত অমিত বলেন, ‘হামলায় জড়িতদের সাথে আমার কোন পূর্ব বিরোধ ছিলো না। গতকাল এলাকার আরেক পক্ষের সাথে তাদের ঝামেলা হয়। ওই ঘটনার জের ধরে আমাকে প্রতিপক্ষ ভেবে কুপিয়ে জখম করে তারা।’
গুরুতর আহত শিক্ষার্থী অমিত বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় ও স্বজনরা জানান, চলতি বছর মুন্সিগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন অমিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মুন্সিগঞ্জে যেসকল কর্মসূচি হয়েছে তাতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে অমিতকে। পাশাপাশি স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিন মুন্সিগঞ্জের সমন্বয়কের দায়িত্বে আছেন তিনি।