১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৪৩
মুন্সিগঞ্জে ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’র বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল ও নগদ ৭২২০ টাকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে সদর উপজেলার চর মুক্তারপুর শাহ সিমেন্ট রোড এলাকায় মাদক ব্যবসায়ী পিয়ার আলীর বাড়িতে এই অভিযান চালায় ডিবি।

অভিযানের সময় পিয়ার আলী ও তার স্ত্রী পালিয়ে যায়। এসময় তার বোনের জামাই আব্দুল গনি (৫৭) কে আটক করা হয়।

মুন্সিগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, পিয়ার আলী ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’। তার নামে একের অধিক মাদক মামলা আছে এবং এর আগেও মুন্সিগঞ্জ ডিবি পুলিশ তাকে মাদক সহ গ্রেফতার করে।

তিনি জানান, এ ব্যাপারে পিয়ার আলী ও আবদুল গনির বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

error: দুঃখিত!