মুন্সিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যেরগাও গ্রামের নিজ ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টা’র দিকে গজারিয়ার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও সিকদার বাড়ী এলাকার নিজ বাড়ি থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত যুবক টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও সিকদার বাড়ী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে শাহআলম (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় শাহআলম (২৩) এর লাশ উদ্ধার করে। এসময় মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রহিছ উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।