১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১২:৩৯
মুন্সিগঞ্জে ঘরে ঢুকে নারীকে গলা কেটে হত্যার চেষ্টা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে বসতঘরে ঢুকে সানোয়ারা বেগম (৫০) নামের এক বয়স্ক নারীর গলা কেটে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটায় পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা এলাকার মৃত মোকসেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগী থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করলে অভিযুক্ত রোকনকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী নারী সানোয়ারা বেগমের ছেলের বউ জানান, অভিযুক্ত রোকন আমাদের পূর্ব পরিচিত। মঙ্গলবার গভীর রাতে ঘরে ঢুকে আমার শাশুড়িকে গলায় আঘাত করে হত্যার চেষ্টা করলে তার রক্তাক্ত জখম হয়। এসময় চিৎকার করলে আশপাশের লোকজন তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

তিনি আরও বলেন, ‘আমার শাশুড়ির গলায় ৩০টি সেলাই দিতে হয়েছে। সে এখনো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।’

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজীব দে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’