ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মুন্সিগঞ্জে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র্যাব।
শনিবার রাতে লৌহজং উপজেলার খিদিরপাড়ার ‘দারুল উলুম মাদ্রাসা’ থেকে মুফতি সানাউল্লাহ চাঁদপুরীকে আটক করা হয়।
র্যাব-১১ মুন্সিগঞ্জের কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান বলেন, মুফতি সানাউল্লাহ দীর্ঘদিন ধরে ফেইসবুকে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে গুজব ছড়িয়ে আসছিলেন। এতে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করছিলেন।
এর আগে সানাউল্লাহ দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে গুজব ছড়িয়েছেন বলেও তিনি জানান।
“গত ২৬ জুলাই ‘মুফতি সানাউল্লাহ চাঁদপুরী’ নামে একটি ফেসবুক পেজ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মোড্ডা এলাকায় একটি মসজিদে আগুন লাগার ঘটনায় অমুসলিমরা জড়িত রয়েছে বলে গুজব ছড়ানো হয়।”
এছাড়াও গত ১৭ জুলাই ওই একই পেজ থেকে ‘ভারতের এক মাদ্রাসায় গরুর গোশত থাকার সন্দেহে মাদরাসায় আগুন দিয়েছে হিন্দু সন্ত্রাসীরা’ শিরোনামেও গুজব ছড়ানো হয়।
এসব গুজব ছড়িয়ে তিনি জনমনে বিভ্রান্তি ও ধর্মীয় বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করে আসছিলেন বলে র্যাব কর্মকর্তা জানান।
সানাউল্লাহ চাঁদপুরের মতলব উপজেলার বাকরা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।