৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:০৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গাড়ি তল্লাশি করে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুক্তারপুর সেতু হয়ে কুমিল্লা থেকে মুন্সিগঞ্জে গাঁজা পাচারের সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছেন দুইজন। পরে এদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

আজ শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে মুক্তারপুর সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মো. সামাদের পুত্র মোহাম্মদ আলী (২৯) ও একই এলাকার মো. কাউসারের পুত্র সিয়াম (১৯)।

মুন্সিগঞ্জের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ট্রাফিক পুলিশ না থাকায় গেল কয়েকদিন ধরেই রোদে পুড়ে-ঘামে ভিজে সড়কে শৃঙ্খলার কাজ করছেন শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় মুক্তারপুর সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে একটি গাড়িকে সন্দেহ হলে তল্লাশি করে গাঁজা উদ্ধার করে তারা। পরে টহলরত সেনাবাহিনীর একটি টিম খবর পেয়ে গাঁজাসহ ওই দুইজনকে আটক করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!