মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে ৭দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুর ১২টা’র দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন।
দন্ডপ্রাপ্ত বিল্লাল (২৮) মুন্সিগঞ্জ পৌরসভার চর হায়দ্রাবাদ এলাকার আনোয়ার খান এর পুত্র।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করে জানান, রোববার মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে অভিযুক্ত ব্যাক্তিকে ১০ পুড়িয়া গাঁজাসহ গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৭দিনের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।