মুন্সিগঞ্জ, ৫ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে গাঁজা সহ স্বামী-স্ত্রী সহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার (৫ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার সকালে মুন্সিগঞ্জ সদর থানার মাকহাটি পশ্চিম পাড়া ঈদগাঁ মাঠের সামনে থেকে দক্ষিণ ইসলামপুর এলাকার মৃত আব্দুর রহমান বেপারীর ছেলে মফিজ উদ্দিন বেপারী(৫২) ও মুন্সিগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার আলম চান বেপারীর ছেলে সিরাজুল ইসলাম বেপারীকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে আসামি মফিজ উদ্দিন বেপারী স্বীকার করে যে, সে নিজের বাড়িতে রেখে মাদকের ব্যবসা করে এবং মফিজ উদ্দিনের স্ত্রী রুমা বেগম (৪২) এর কাছে আরও গাজার প্যাকেট আছে।
তথ্যের সূত্রে সকালেই ডিবি দক্ষিণ ইসলাম পুর যোগিনী ঘাট এলাকায় মফিজ উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাসা থেকে চারটি প্যাকেটে ৪ কেজি গাঁজা পাওয়া যায়। সাথে গাজা বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি মোজাম্মেল হক জানান, আসামিদের কাছ থেকে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ সর্বমোট ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নগদ ১০ হাজার ৩০০ টাকা এবং একটি অটোরিকশা আটক করে। এ ঘটনায় ৩ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিরা দীর্ঘদিন যাবত গোপনে বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিজেদের ঘরে মজুদ রেখে পুরাতন ত্রিপলের ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা করে আসছিল।