১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১১:১৩
মুন্সিগঞ্জে গাঁজা ও ইয়াবা সহ সাবেক দুই ইউপি সদস্য সহ আটক ৪
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে গাঁজা ও ইয়াবা সহ সাবেক দুই ইউপি সদস্য সহ ৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার রাত ৭ টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাও খাল পাড় থেকে পাটাভোগ ইউনিয়ন পরিষদের সাবেক ২ সদস্য সহ ৪ জনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, পাটাভোগ ইউনিয়নের সাবেক সদস্য মসিউর রহমান ও সিরাজুল ইসলাম বেশ কিছুদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার পর অভিযান চালায় পুলিশ।

এসময় মাদকের আসর থেকে সাবেক ইউপি সদস্য মসিউর রহমান ও সিরাজুল ইসলাম সহ ওই এলাকার গনি শেখের ছেলে শাহজাহান শেখ ও তোবারক খানের ছেলে মাসুদ খানকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ২২ পিছ ইয়াবা ও গাঁজা সহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, মাদক আইনে মামলা রেকর্ডের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

error: দুঃখিত!