২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:১৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ও সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই সভা হয়।

এসময় ১৪ নিহতের পরিবারকে ১০ হাজার ও আহত অর্ধশতাধিক ব্যক্তিকে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এসময় নিহতদের ভূমিকা স্মরণে প্রামান্যচিত্র তুলে ধরেন সাংবাদিক আরাফাত রায়হান সাকিব। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

কর্মসূচিতে নিহতের পরিবার ও আহতরা রাষ্ট্রীয়ভাবে যথাযথ মূল্যায়নের দাবি করেন প্রশাসনের কাছে।

পরে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়ার পাশাপাশি শিক্ষিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মো. জসীমউদ্দীন ভূইয়া, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছিরউদ্দিন জুয়েল প্রমুখ।

error: দুঃখিত!